নুর আলম, শরীয়তপুর প্রতিনিধি: পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল সোমবার (২৭জুন) ভোর ৬টা থেকে বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেও সকাল থেকেই জাজিরা টোল প্লাজা প্রান্তে ঢাকাগামী শতশত মোটরসাইকেল অপেক্ষা করতে দেখা যায়।
কিছুতেই পদ্মা সেতুতে উঠতে না পেরে বাধ্য হয়েই মাঝিকান্দি ফেরিঘাটে আসেন অনেক বাইকার। মাঝিকান্দি ফেরিঘাটও ছিলো ফেরি শূন্য। অপেক্ষা করেও ফেরি না পেয়ে ট্রলারে করে পদ্মা পাড়ি দেন অনেক বাইকার। সেখানেও গুনতে হয়েছে মোটা অংকের ভাড়া। প্রতিটি মোটরসাইকেল ভাড়া সকালে ৬০০ টাকা করে নেয়া হলে দুপুরে ৭০০টাকা পর্যন্ত ভাড়া নেয়া হয়েছে বাইকারদের থেকে।
এছাড়াও অনেক বাইকার পিক-আপ ভাড়া করে, তাতে মোটরসাইকেল উঠিয়ে পদ্মা পাড়ি দেন। পিক-আপে করে প্রতি মোটরসাইকেলের ভাড়া নেয়া হয় ৪০০ টাকা। পিক-আপ মোটরসাইকেল তুলতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় বাইকারদের।
মাঝিকান্দি ঘাটে ফেরির অপেক্ষায় থাকা বাইকারদের সাথে কথা বলে জানা গেছে, অধিকাংশ বাইকারই ঢাকায় চাকরি নয়তো ব্যাবসা করেন। ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে বাড়িতে এসে আবার ভোরে রওনা দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে। তাদের ধারণা ছিলো বাড়ি থেকে গিয়েই ঢাকা কাজে যোগ দিবেন। কিন্তু পদ্মা সেতুতে বাইক চলাচলে নিষেধাজ্ঞায় দেয়ায় বাড়ি থেকে ঢাকা গিয়ে কাজে যোগ দেয়ার স্বপ্ন পূরণ হয়নি তাদের। উল্টো ভোগান্তিতে পরে বাইকের জন্যও মোটা অংকের ভাড়া গুনতে হচ্ছে।
বরিশাল থেকে ঢাকাগামী সওকত মাদবর নামের একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, পদ্মাসেতু থেকে মাঝিরঘাট পাঠানো হলো। কিন্তু ফেরি নেই। সকাল ৯টা থেকে অপেক্ষায় আছি। এখন ট্রলারে বাইক ভাড়া চাচ্ছে ৭০০টাকা। আমরা যাবো কিভাবে?
মোশাররফ হোসেন নামে এক বাইকার বলেন, আমার ছোট মেয়েকে ডাক্তার দেখাতে ঢাকা নিবো। ৬টা থেকে ৩মিনিট লেইট করায় আমাকে পদ্মা সেতুতে উঠতে দেয়া হয়নি। এখন আসছি মাঝিকান্দি ফেরিঘাটে। এখানেও ফেরি নেই। ট্রলারে বাইক এবং মেয়েকে নিয়ে জীবনের ঝুকি নিবেননা বলেও জানান মোশাররফ।
লঞ্চে করে এদিন কোনো বাইক পারাপার হয়নি বলে জানান, লঞ্চ ঘাট সুপারভাইজার মোকলেস মাদবর।
এদিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মাঝিরঘাটের সহকারী ব্যাবস্থাপনা পরিচালক জামিল হোসেন জানান, ঘাটে সকাল থেকেই মোটরসাইকেল আসতে শুরু করে। চাপ বাড়তে শুরু করে ১০টার পর থেকে।
বেলা সাড়ে ১১টার দিকে ঘাটের ১ নম্বর পন্টুন পরিপূর্ণ হয়ে যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পন্টুনের সংযোগ সড়কে চলে যায় বাইকের সারি।
তিনি আরও জানান, সকাল ১১টার দিকে মোটরসাইকেল পারাপারের জন্য একটা ফেরি শিমুলিয়া থেকে রওনা হয়েছে। তবে নাব্য সংকটের কারনে মাঝ নদীতে আটকে আছে। খুব দ্রুতই ফেরিটি চলে আসবে।