কুমারখালীতে মাদকদ্রব্যর অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

0

গোলাম সরোয়ার প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ২

৭ জুন সোমবার সকালে আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে এ কর্মশালায় কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আঃ মান্নান খান, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব সামছুজ্জামান অরুন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু,মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকুল উদ্দিন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম প্রমুখ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, সাংবাদিক ও সূধীবৃন্দ।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে