কলকাতায় হাসপাতালের আটতলা থেকে এক রোগী ঝাঁপ দিয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই রোগী নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছিলেন। হাসপাতালের কার্নিশে বসে বেলা সাড়ে ১১টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে ঝাঁপ দেয়ার হুমকি দিচ্ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী, পুলিশ এবং হাসপাতালের উদ্ধারকারী দল। তারা দীর্ঘসময় চেষ্টা করে তাকে নামিয়ে আনার জন্য।
প্রায় দেড় ঘণ্টার মধ্যে নিচে জাল বিছাতে ব্যর্থ হয় দমকল বাহিনী। একসময় ওই রোগী বারান্দা থেকে ঝাঁপ দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই রোগীর অবস্থা আশঙ্কাজনক।
ভরদুপুরে আটতলা থেকে রোগীর ঝাঁপ দেয়ার হুমকির পরিপ্রেক্ষিতে নজিরবিহীন কৌতূহলের সৃষ্টি হয়। রাস্তায় দাঁড়িয়ে হাজার হাজার মানুষ দৃশ্যটি দেখছিল। এতে তৈরি হয় নজিরবিহীন যানজটেরও।