চীনে তিনতলা থেকে পড়ল ইলেকট্রিক গাড়ি!

0

চীনা বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিও জানিয়েছে, সাংহাইয়ে তাদের সদর দপ্তরের তৃতীয় তলা থেকে একটি গাড়ি পড়ে গেছে। এ ঘটনায় দুজনের প্রাণ গেছে।

বিবিসি জানিয়েছে, নিও কম্পানির একজন কর্মী এবং নিও’র অংশীদার কম্পানির একজন ব্যক্তি এ দুর্ঘটনায় মারা গেছেন।

স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা ২০ মিনিটে দুর্ঘটনাটি ঘটেছে।

যে দুই ব্যক্তি মারা গেছেন, তারা দুর্ঘটনা কবলিত গাড়িটির মধ্যে ছিলেন।

নিও জানিয়েছে, তারা এ ব্যাপারে তদন্ত শুরু করেছে এবং সরকারি কর্মকর্তাদের করা তদন্তে সহায়তা করা হবে।

তৃতীয় তলার যেখান থেকে গাড়িটি পড়ে গেছে, সেই জায়গাটিকে শোরুম কিংবা গাড়ি পরীক্ষার স্থান হিসেবে বর্ণনা করা হচ্ছে।

নিও জানিয়েছে, সরকারি কর্মকর্তাদের তদন্তে সর্বাত্মক সহায়তা করা হবে। এ ঘটনায় আমরা খুবই মর্মাহত। আমাদের সহকর্মী ও অংশীদার প্রতিষ্ঠানের কর্মীর মৃত্যুতে শোক প্রকাশ করছি। সেই সঙ্গে নিহতদের স্বজনদের সমবেদনা জানিয়েছে নিও ।

সূত্র: বিবিসি।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে