সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমদ আর নেই

0
সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন । 

সাবেক রাষ্ট্রদূত মহিউদ্দিন আহমদ আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন । 

সোমবার (২০ জুন) আসরের নামাজের পর মারা যান তিনি। মহিউদ্দিন আহমেদের পরিবারের পক্ষ তরফ থেকে বিষয়টি জানানো হয়েছে।

মুক্তিযুদ্ধকালে লন্ডনে পাকিস্তান হাইকমিশনে কূটনীতিক হিসেবে কর্মরত ছিলেন মহিউদ্দিন।  সে সময় তিনি পাকিস্তানের পক্ষ ত্যাগ করেন । অবসর জীবনে তিনি নিয়মিত কলাম লিখেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। 

এক শোকবার্তায় তিনি বলেন, মহিউদ্দিন আহমেদ ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক ও সাহসী কূটনীতিক। 

মহিউদ্দিন আহমদের সঙ্গে নিজের দীর্ঘকালের সুসম্পর্কের স্মৃতিচারণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মহিউদ্দিন ভাই ছিলেন আমাদের মুক্তিযুদ্ধের একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধে মহিউদ্দিন আহমদের অবদান অবিস্মরণীয়। বিশেষ করে, ১৯৭১ সালে লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে মুক্তিযুদ্ধের স্বপক্ষে এক সমাবেশে সরকারি চাকরির মায়া ত্যাগ করে মহিউদ্দিন আহমদ পাকিস্তানের পক্ষত্যাগের সাহসী ঘোষণা দিয়েছিলেন এবং ইউরোপে তিনিই প্রথম পাকিস্তানের পক্ষ ত্যাগ করা বাংলাদেশি কূটনীতিক। 

সাবেক কূটনীতিক মহিউদ্দিন আহমদের মৃত্যুতে দেশ এক অমূল্য সম্পদ হারাল বলে শোক বার্তায় জানান পররাষ্ট্রমন্ত্রী। 

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে