প্রথমবারের মতো যুদ্ধবিধ্বস্ত সেই শহরটিতে গেলেন জেলেনস্কি

0

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধবিধ্বস্ত মাইকোলাইভ শহর পরিদর্শন করেছেন। ২৪ ফেব্র্রুয়ারি রাশিয়ার আক্রমণের পর প্রথমবারের মতো যুদ্ধ-বিধ্বস্ত দক্ষিণাঞ্চলীয় শহরটি পরিদর্শন করেন জেলেনস্কি। বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

জেলেনস্কির কার্যালয় তার এই সফরের ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে জেলেনস্কিকে শহরের একটি  ক্ষতিগ্রস্ত বহুতল আবাসিক ভবনের দিকে তাকিয়ে থাকতে এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে দেখা গেছে। 

রাশিয়ার হামলায় দুই জন নিহত ও ২০ জন আহত হওয়ার একদিন পরই শহরটি সফরে গেলেন জেলেনস্কি। 

২৪ ফেব্রুয়ারি কথিত বিশেষ অভিযান শুরুর পর থেকেই মাইকোলাইভ শহরে আক্রমণ চালিয়ে আসছে রাশিয়া। 

ওডেসার মূল কৌশলগত কৃষ্ণ সাগর বন্দরের পাশে অবস্থান করায় মাইকোলাইভ ইউক্রেনের দক্ষিণাঞ্চলের প্রতিরক্ষা ধরে রেখেছে। 

শহরটি খেরসন থেকে প্রায় একশ কিলোমিটার (৬২ মাইল) উত্তর-পশ্চিমে অবস্থিত।  রাশিয়ার অভিযানের প্রথম দিকেই খেরসনের পতন হয়। 

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে