ঢাকাতে করোনা শনাক্ত বাড়ছে

0

দেশে চলতি মাসের ৩ তারিখ থেকে ধারাবাহিকভাবে করোনা শনাক্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ২৩২ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজধানী ঢাকাতেই শনাক্ত হয়েছে ২১৬ জনের। তবে কারও মৃত্যু হয়নি।

বুধবার (১৫ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল (মঙ্গলবার) ১৬২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৯৮৬টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ৮৮ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ১৩১ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৫ হাজার ৫০৪ জন।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম করোনায় একজনের মৃত্যু হয়।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে