বিশ্বনবী (সাঃ)কে কটুক্তির প্রতিবাদে জাজিরায় বিক্ষোভ

0

নুর আলম, শরীয়তপুর প্রতিনিধি: বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) এর অবমাননা ও কটুক্তির প্রতিবাদে জাজিরায় বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করা হয়েছে।

ভারতে বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন কুমার জিন্দাল কর্তৃক মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) হযরত আয়েশা সিদ্দীকা (রাঃ)কে কটুক্তির প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমরা।

রোববার (১২-জুন) সকাল ৯টায় জাজিরা বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসলিমরা মিছিল করতে করতে জাজিরা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমবেত হয়ে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেন।

ওলামা মশায়েখদের ডাকা এ প্রতিবাদে অংশ নেন জাজিরা পৌরসভার মেয়র ইদ্রিস মাদবর, উপজেলা জামাত ইসলামীর আমীর আলহাজ মাসুম বিল্লাহ, জাজিরা প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক মোঃ সফিকুল ইসলাম, ইসলামি আন্দোলনের নেতৃবৃন্দ, জাজিরা ইমাম সমিতির সভাপতি সহ বিভিন্ন আলেম ওলামাগন।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে