নূর আলম প্রতিনিধি: জোয়ার ভাটার রাজনৈতিক জীবনে জনগণের জন্য করেছেন অনেক কিছুই। তবে স্বপ্ন তার একটাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা। ন্যায়ের পক্ষে থাকা লোকটা এখন ঘুরে বেড়ান ভোটারদের দ্বারেদ্বারে।
বলছিলাম আসন্ন ১৫ জুন সপ্তম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাজিরা উপজেলার পালেরচর চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক আকনের কথা। প্রতিজ্ঞা তার তিনটি, বিচারের ঘুষ খাবেন না, কারো বিরুদ্ধে মামলা করিবেন না এবং প্রতিহিংসার রাজনীতি থেকে দুরে থাকা।
বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক আকন নবাবগঞ্জ নিউজকে দেয়া সাক্ষাৎকারে বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশকে স্বাধীন করেছি। দেশকে অনেক কিছুই দিয়েছি। আরও অনেক কিছুই দেয়ার আছে। পালেরচর বাজার আমার নিজ সম্পত্তির উপর। আমাকে অনেকেই বলেছিলো বাজারের নাম ফজলুল হক আকনের বাজার রাখার কথা। কিন্তু আমি বলেছি না। এ বাজার আমাদের এলাকার জনগণের। তাই বাজারের নামকরণ ইউনিয়নের নামে করা হয়েছে।
তিনি আরও বলেন, এখন বয়স হয়ে গেছে আমার। তাই জীবনের শেষ সময়ে আমি আমার ইউনিয়নের অসমাপ্ত কাজ গুলো সমাপ্তি করতে চাই। এইজন্য জনগণের কাছে ভোট এবং দোয়া চাই।