নুর আলম, শরীয়তপুর প্রতিনিধি: পারিবারিক কলহের থেকে মুক্তি পেতে পুলিশের সাহায্য চাইতে থানায় হাজির হয়েছিলো ছোট্ট শিশু জান্নাতের মা। পুলিশের নাম শুনেই ভয় পাওয়া জান্নাতের মা অনেকটা নিরুপায় হয়েই থানায় এসেছিলেন পুলিশের সাহায্য নিতে। সাহায্য নিতে এসেও পুলিশ দেখে আতঙ্কিত ছিলেন জান্নাতের মা।
তার ধারণা ছিলো, থানায় থাকা পুলিশ বোধহয় ভয়ংকর চেহারা এবং বদমেজাজি হয়। কথায় কথায় বন্দুক তাক করে। তবে থানায় ঢুকেই ধারণা পাল্টে গেলো জান্নাতের মায়ের। পুলিশ জনগণের বন্ধু তার জলজ্যান্ত প্রমাণ পেলেন ছোট্ট শিশু জান্নাতের মা।
শিশু জান্নাতকে কোলে নিয়ে জান্নাতের মায়ের কাছে সবকিছু শুনলেন গোসাইরহাট থানার ডিউটি অফিসার এসআই (শিক্ষানবিশ) শাহরিয়ার। তারপর তাৎক্ষণিক ইমার্জেন্সি ডিউটিতে থাকা পুলিশ টিমকে কল করে জান্নাতের মায়ের সমস্যা সমাধান করেন।
এরপর ছোট্ট শিশু জান্নাতকে কোলে নিয়ে নিজের ফেইসবুক একাউন্ট থেকে কয়েকটি ছবি পোস্ট করেন ডিউটি অফিসার শিক্ষানবিশ এসআই শাহরিয়ার। ছবি গুলো পোস্ট করার পরপরই প্রশংসায় ভাসতে থাকেন এসআই শাহরিয়ার।
শিশু জান্নাত এবং পুলিশের কর্মকান্ড নিয়ে এসআই (শিক্ষানবিশ) শাহরিয়ার বলেন, এটা আমার/আমাদের দায়িত্ব। পুলিশ জনগণের বন্ধু। কেউ থানায় এলে তাদের সেবা দেওয়াই পুলিশের ধর্ম। আমি ছাড়া থানায় যদি অন্য কোনো পুলিশ সদস্য থাকতো, তাহলে তারাও এমন ভাবেই সাহায্য করতো।