খারকিভ অঞ্চলের নিরাপত্তা প্রধানকে বরখান্ত করলেন জেলেনস্কি

0

ইউক্রেনে রুশ হামলা শুরু হওয়ার পর এই প্রথম ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি তার দেশের পূর্বাঞ্চলীয় এলাকা পরিদর্শনে গেলেন। এসময় তিনি খারকিভের নিরাপত্তা প্রধানকেও বরখাস্ত করেন। খবর বার্তা সংস্থা এএফপির।

রোববার (২৯ মে) প্রেসিডেন্ট জেলেনস্কি দেশের পূর্বাঞ্চলীয় এলাকা পরিদর্শনে যান।

খারকিভ পরিদর্শন করার পর, জেলেনস্কি উত্তর-পূর্ব শহরের নিরাপত্তা প্রধানকে বরখাস্ত করেন। তিনি বলেন, অন্যরা নিজের পূর্ণমাত্রায় কাজ করলেও তিনি তা করছিলেন না। তিনি শুধু নিজের কথা চিন্তা করছিলেন। এছাড়াও এ সময় তিনি ইউক্রেন রক্ষায় নিয়োজিত অন্যান্য যোদ্ধাদেরও প্রশংসা করেন।

বরখাস্ত করা কর্মকর্তার নাম উল্লেখ না করা হলেও ইউক্রেনের গণমাধ্যম বলছে বরখাস্তকৃত ব্যক্তি খারকিভ অঞ্চলের নিরাপত্তা প্রধান রোমান দিউদিন।

এর আগে, জেলেনস্কির কার্যালয় খারকিভ এবং এর আশেপাশের ধ্বংস হওয়া ভবনগুলো দেখার সময় টেলিগ্রামে বুলেটপ্রুফ ভেস্ট পরিহিত রাষ্ট্রপতির একটি ভিডিও পোস্ট করেছিল।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে