৩০ জেলেকে গরু ও ভ্যানগাড়ি বিতরন

0

নুর আলম, শরীয়তপুর প্রতিনিধি: ইলিশ সম্পদ, দেশীয় মাছ ও শামুক উন্নয়ন সংরক্ষণ প্রকল্প ২১-২২ এর আওতায় হতদরিদ্র ৩০ জন জেলেকে ভ্যানগাড়ি ও গরুর বাছুর উপহার দিয়েছে জাজিরা উপজেলা মৎস্য অফিস। 

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল ও জেলা মৎস্য কর্মকর্তা প্রবণ কুমার কর্মকার এর উপস্থিতিতে বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে জাজিরা উপজেলা পরিষদ ভবনের সামনে উপস্থিত হয়ে জেলেরা তাদের উপহার গ্রহণ করেন। এসময় ১৫ জন জেলেকে ভ্যানগাড়ি ও ১৫ জনকে গরুর বাছুর দেয়া হয়। এসময় গরুর বাছুর ও ভ্যানগাড়ি উপহার পেয়ে জেলেরা আনন্দ প্রকাশ করেন।

ভ্যানগাড়ি উপহার পাওয়া একজন জেলে বলেন, এখন শুধু মাছের উপর জীবিকা নির্বাহ নয়। গাড়িটা আমার নতুন কর্মসংস্থান তৈরি করে দিবে। এসময় তারা উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাশার জানান, জাজিরা উপজেলার ৯টি ইউনিয়নের নিবন্ধিত মোট ৩০ জন জেলেকে ১৫টি গরুর বাছুর ও ১৫টি ভ্যানগাড়ি উপহার দেয়া হয়েছে। জেলেদের আর্থসামাজিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে গরুর বাছুর ও ভ্যান গাড়ি গুলো। উপহার দেয়ার পাশাপাশি কিভাবে দেশের ইলিশ সম্পদ রক্ষা ও দেশীয় মাছের উন্নয়ন করা সম্ভব সে বিষয়ে জেলেদের বুঝানো হয়েছে। জেলেরা গরু এবং ভ্যান পেয়ে খুব খুশি।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে