ইউক্রেন আগ্রাসনের পর প্রথম যে কাজটি করলেন পুতিন

0

ইউক্রেন আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো সামরিক অভিযানে আহত রুশ সৈন্যদের দেখতে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার তিনি আহত সেনাদের দেখতে যান বলে রাশিয়ার টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে। 

ফরাসি বার্তা সংস্থা ফ্রান্স টুয়েন্টি ফোর বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

টেলিভিশনে প্রচারিত ভিডিও ফুটেজে পুতিনকে সাদা মেডিকেল কোট পরে হাসপাতালের পোশাক পরা এক আহত সেনার সঙ্গে কথা বলতে শোনা গেছে। ওই সেনাকে তার ছেলের ব্যাপারে জিজ্ঞাসা করেন পুতিন। এ সময় পুতিনকে বলতে শোনা যায়, সে (ওই সেনার ছেলে) বাবাকে নিয়ে গর্ব বোধ করবে। 

পুতিন মস্কোর সামরিক হাসপাতাল পরিদর্শনে গিয়েছিলেন বলে ক্রেমলিন জানিয়েছে।

এদিকে, চলমান যুদ্ধ শেষের ব্যাপারে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিরে পুতিনের সঙ্গে তখনই সরাসরি কথা বলবেন, যখন পুতিন ‘বাস্তব দুনিয়ায়’ ফিরে আসবেন। 

ভিডিও কলে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ইউক্রেন নিয়ে প্যানেল আলোচনায় প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, একবার প্রেসিডেন্ট (পুতিন) তার এই বিকল্প বাস্তবতার বুদ্বুদ থেকে বের হয়ে বাস্তব জগতে এসে আমাদের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত হলে, বুঝবেন যে বেসামরিক লোকসহ প্রচুর মানুষ নিহত হচ্ছে। সম্ভবত তখন হয়তো তিনি বুঝবেন যে আমাদের কথা বলা শুরু করা উচিত এবং যে যুদ্ধ তিনি শুরু করেছেন তা বন্ধ হওয়া উচিত। 

এ সময় জেলেনস্কি অভিযোগ করে বলেন, ইউক্রেনকে সহায়তা করা নিয়ে বিভক্ত হয়ে গেছে পশ্চিমা দেশগুলো। 

তিনি বলেন, একতা হলো অস্ত্র নিয়ে। আমার প্রশ্ন হলো, এই একতা কি বাস্তবে আছে? আমি এটি দেখতে পাচ্ছি না। যখন আমরা সত্যিই এক হতে পারব তখনই রাশিয়ার ওপর সুবিধা পাব।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে