ইউক্রেনের লিম্যান শহরে রুশ বাহিনীর ভারি গোলাবর্ষণ

0

ইউক্রেনের সামরিক প্রশাসনের প্রধান পাভলো কিরিলেঙ্কো জানিয়েছেন, লিম্যানের চারপাশে ভারি লড়াই চলছে। এ ঘটনায় বেশ কিছু মানুষ হতাহত হয়েছেন।

সোমবার ইউক্রেনের পূর্ব দোনবাস অঞ্চলের দোনেস্ক আঞ্চলের এ গভর্নর এই তথ্য নিশ্চিত করেন।

কিরিলেঙ্কো বলেন, লাইম্যানের দিকে প্রচণ্ড লড়াই চলছে। গত ১২ ঘণ্টায় বেসামরিক জনসংখ্যার মধ্যে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, এই এলাকায় রুশ সেনারা আক্রমণ বাড়িয়েছে।

কিরিলেঙ্কো বলেন, অন্যান্য বেশ কয়েকটি শহর— আভদিভকা, সোভিয়াতোহরস্ক, বাখমুত এবং সোলেদারে ভারি গোলাবর্ষণ, রকেট ও বোমা হামলার শিকার হয়েছে। 

সাম্প্রতিক দিনগুলোতে সব অঞ্চলের সামনের লাইন বরাবর ভারি রাশিয়ান গোলাবর্ষণের কথা জানিয়েছেন, রাশিয়ান বাহিনী বিভিন্ন স্থানে নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বলে তিনি জানান।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে