যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনসহ ৯শ’র বেশি মার্কিন নাগরিকের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের একের পর নিষেধাজ্ঞার জবাবে রাশিয়া এমন পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো। এসব নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার অর্থনীতি ধসিয়ে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে পশ্চিমা বিশ্ব। তবে এসব নিষেধাজ্ঞাকে অবৈধ ঘোষণা দিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞা আরোপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই ‘স্টপ লিস্ট’এ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, তার ছেলে হান্টার বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, সিআইএ প্রধান উইলিয়াম বার্নসসহ রয়েছেন ৯৬৩ মার্কিন নাগরিকের নাম। এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলে, ওয়াশিংটন আমাদের বিরুদ্ধে যে আগ্রাসী পদক্ষেপ নিয়েছে তা যুক্তরাষ্ট্রের জন্যই বুমেরাংয়ে পরিণত হয়েছে। এসব পদক্ষেপের কারণে ওয়াশিংটন অব্যাহতভাবে তিরষ্কার পেতেই থাকবে।