চোরাই মোবাইল ফোনের বাজারে আইফোনের চাহিদা অনেক বেশি এবং বেশিরভাগ চোরাই ফোন রাজধানীর মোতালেব প্লাজায় বিক্রি হয় বলে জানিয়েছেন ডিবি প্রধান।
বুধবার (১৮ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান ডিবি প্রধান এ কে এম হাফিজ আক্তার
এর আগে, রাজধানীর উত্তরা থেকে ১৫৮ টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোর চক্রের আটজনকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশের ধারাবাহিক অভিযানে রাজধানীর উত্তরা-পশ্চিম থানা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি প্রধান বলেন, জিজ্ঞাসাবাদে চোর চক্রের সদস্যরা জানিয়েছে রাজধানীতে ছিনতাই হওয়া মোবাইল ফোনগুলি তিনবার হাত বদলের পর বাজারে আসে।
তিনি আরও জানান, কোনো দোকানি চোরাই ফোন বিক্রি করলে তাদেরকে আটক করা হবে। এজন্য ব্যবসায়ীদের অনুরোধ করছি, চোরাই মোবাইল ফোন বিক্রি করা বন্ধ করুন।