এরদোগানকেই ‘ভরসা করছে’ আজভ যোদ্ধাদের পরিবার

0

ইউক্রেনের মারিউপোলের অবরুদ্ধ আজভস্টাল স্টিল কারখানায় আটকে পড়া আজভ রেজিমেন্টের যোদ্ধাদের পরিবার ওই যোদ্ধাদের নিরাপদে ফিরে আসার জন্য ভরসা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ওপর। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মারিউপোলের আজভস্টাল প্ল্যান্টে আটকে থাকা আজভ রেজিমেন্টের যোদ্ধাদের পরিবার এরদোগানের কাছে একটি আবেগপূর্ণ আবেদন করেন। ওই আবেদনে যোদ্ধাদের পরিবার এরদোগানকে ‘হিরো হয়ে’ ওই যোদ্ধাদের নিরাপদে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান। 

রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে ১৮ বছর বয়সী এক তরুণ যোদ্ধার বাবা এরদোগানের প্রতি ‘শান্তিপ্রিয়, নায়ক হিসেবে ইতিহাসে নাম লেখানোর ঐতিহাসিক সুযোগ’ নেওয়ার আহ্বান জানান। 

মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানে তুরস্কের অভিজ্ঞতা উল্লেখ করে ইভেনি সুহারনিকভ অনুরোধ করেন, একজন মানুষ হিসেবে, একজন বাবা হিসেবে আমি আপনাকে আমার ছেলে এবং তার সহকর্মীদের বাঁচানোর জন্য অনুরোধ করছি।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিরিয়া এবং ডানকার্কের সেনা সরানোর উদাহরণ দিয়ে সুহারনিকভ আজভস্টাল থেকে যোদ্ধাদের সরিয়ে নেওয়ার জন্য একটি বেসামরিক জাহাজ পাঠানোর জন্য অনুরোধ করেন। আজভ যোদ্ধাদের সংঘাত থেকে দূরে একটি নিরপেক্ষ দেশে নিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে