আল-আকসায় আবারও ইসরায়েলি পুলিশের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষ, আহত ৪২

0

ফিলিস্তিনের আল আকসা মসজিদে ইসরাইয়েলি পুলিশের সাথে ফিলিস্তিনিদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ এপ্রিল) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, এ সংঘর্ষে কমপক্ষে ৪২ জন আহত হয়েছে।

রেড ক্রিসেন্ট আরও জানায়, পবিত্র রমজান মাসের জুম্মাতুল বিদার দিনে এ অস্থিরতা তৈরি হয়। সংঘর্ষে আহত ২২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানায় রেডক্রিসেন্ট।

ইসরায়েলি পুলিশ জানায়, ফিলিস্তিনি মুসলিম ও ইহুদিরা একই সময় আল আকসা মসজিদে জড়ো হয়েছিল। এমন সময় ফিলিস্তিনি মুসলিমরা আল আকসা মসজিদের পশ্চিম দেয়ালে ইহুদিদের প্রার্থনার জায়গায় পাথর ও আতশ ছুঁড়তে শুরু করলে পুলিশও রাবার বুলেট ও কাদানে গ্যাস ছুড়লে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পুলিশ আরও জানায়, সংঘর্ষের সময় ২ জনকে পাথর ছোড়া ও ১ জনকে হামলায় উস্কানি দেয়ার অভিযোগে মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গেল দুই সপ্তাহে, ইসলামের তৃতীয় পবিত্র স্থান হিসেবে পরিচিত আল-আকসা প্রাঙ্গনে সংঘর্ষে প্রায় ৩০০ ফিলিস্তিনি আহত হয়েছে, যা ইহুদিদের জন্যও সবচেয়ে পবিত্র স্থান। ইহুদিরা জায়গাটিকে টেম্পল মাউন্টও বলে থাকে।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে