করাচি বিশ্ববিদ্যালয়ে বোমা বিস্ফোরণ, চীনের তিন নাগরিক নিহত

0

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের সামনে গাড়ি বোমা বিস্ফোরণে চারজন নিহত হয়েছেন। এরমধ্যে তিনজনই চীনের নাগরিক। অপরজন পাকিস্তানি। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। 

করাচি বিশ্ববিদ্যালয়ের চাইনিজ ভাষা শিক্ষা ইনস্টিটিউটের সামনে একটি সাদা ভ্যানের সামনে এ আত্মঘাতী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। 

চাইনিজ ভাষা শিক্ষা ইনস্টিটিউটটির পরিচালক হুয়াং গুইপিং, দিং মুপেং ও চেং সাই নিহত হন। তাদের সঙ্গে বিস্ফোরণে প্রাণ হারান পাকিস্তানি গাড়িচালক খালিদ।

পাকিস্তানের জিও নিউজ গোয়েন্দাদের বরাত দিয়ে জানিয়েছে, প্রথমে ভাবা হয়েছিল গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে এ ঘটনা ঘটে। কিন্তু পরবর্তীতে সিসি টিভির ফুটেজ দেখে নিশ্চিত হওয়া যায় বোরকা পড়া এক নারী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান। 

দেশটির গণমাধ্যম ডন কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের কর্মকর্তা রাজা উমর খাত্তাবের বরাত দিয়ে জানিয়েছে, ওই নারী চাইনিজ ভাষা শিক্ষা ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে ছিলেন। যেই গাড়িটি তার কাছে পৌঁছায় তখনই তিনি বোমার বিস্ফোরণ ঘটান।

সাদা ভ্যানটিতে বিদেশী নাগরিক আছে সেটি আগে নিশ্চিত হয়ে তার পর বিস্ফোরণ ঘটানো হয়। 

নিষিদ্ধ ঘোষিত বালোচ লিবারেশন আর্মি এ ঘটনার দায় স্বীকার করেছে।

যে গাড়িটির কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে সেই গাড়িটিকে পাকিস্তানি রেঞ্জার্সরা নিরাপত্তা দিয়ে নিয়ে আসছিল।

তবে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্টের কর্মকর্তা রাজা উমর খাত্তাব জানিয়েছেন, নিরাপত্তার কোনো ঘাটতি ছিল না। 

সূত্র: ডন, জিও নিউজ

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে