মানবাধিকার কাউন্সিল থেকে বরখাস্ত রাশিয়া: ‘সামান্য স্বার্থের জন্য বিরুদ্ধে যাচ্ছে বিভিন্ন দেশ’

0

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদস্য পদ থেকে বরখাস্ত করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। এই ভোট আয়োজনকে রাজনৈতিক এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত গেন্নাডি কুজমিন।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত বলেন, সামান্য স্বার্থের জন্য রাশিয়ার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিভিন্ন দেশ। জাতিসংঘের প্রতিক্রিয়ায় রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুচটিন বলেন, বিশ্ব অর্থনীতি থেকে রাশিয়াকে একঘরে করার যে চেষ্টা চলছে তা কখনও সফল হবে না। তবে তিনি স্বীকার করেন, গেলো তিন দশকের মধ্যে কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে মস্কোকে।

এদিন ইউক্রেনে নিজেদের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কথাও স্বীকার করেন রুশ প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেন, অভিযানে ১৩শ ৫১ রুশ সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় ৪ হাজার সেনা। তবে জার্মানির দাবি, এই যুদ্ধে রুশ সেনা মারা গেছে ১০ হাজারের বেশি।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে