বিধ্বস্ত চীনা বিমানের ১৩২ জন যাত্রীর কেউ বেঁচে নেই। দেশটির কর্মকর্তারা রোববার (২৭ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে। উদ্ধারকর্মীরা জানান, ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত ১২০ জনের পরিচয় নিশ্চিত করা গিয়েছে। .
ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়, উদ্ধারকর্মীরা দ্বিতীয় ব্লাকবক্সে পেতে সন্ধান চালাচ্ছেন। যদিও প্রথমটি গত বুধবার উদ্ধার করা গেছে। ধারণা করা হচ্ছে, দ্বিতীয় ব্লাকবক্স পেলেই বিমানটি বিধবস্ত হওয়ার গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে।
উল্লেখ্য, সোমবার (২১ মার্চ) চীনের রাষ্ট্রীয় ইস্টার্ন এয়ারলাইনসের এই বিমান দেশটির দক্ষিণাঞ্চলীয় পাহাড়ী এলাকায় বিধ্বস্ত হয় এবং এটিতে আগুন ধরে যায়। বিমানটিতে ১৩২ জন যাত্রী ও ক্রু ছিল।