আবারও রুশ হামলার শিকার হলো ইউক্রেনের পরমাণু স্থাপনা। শনিবার (২৬ মার্চ) খারকিভের একটি পরমাণু গবেষণা কেন্দ্রে গোলাবর্ষণ করেছে রুশ বাহিনী।
উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকাটিতে চলছে টানা হামলা। এখনও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা সম্ভব হয়নি। এর আগে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল পুতিন বাহিনী।
সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, রাজধানী কিয়েভে বোমা ও গোলাবর্ষণ চলছেই। শনিবারও ৫ টি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে রুশ হামলায়। এক শিশুসহ গুরুতর আহত হয় ৫ জন।
ইউক্রেন সরকার জানায়, এ পর্যন্ত রুশ হামলায় ধ্বংস হয়েছে কমপক্ষে সাড়ে চার হাজার আবাসিক ভবন, ৪শ’ শিক্ষা প্রতিষ্ঠান ও দেড়শ’ স্বাস্থ্যসেবাকেন্দ্র। চেরনিভ ও মারিওপোলেও অব্যাহত মস্কোর হামলা। এদিকে সামির ত্রসতিয়ানেৎস শহর পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেনের সেনারা।