যারা রাশিয়ার বন্ধু নয় এমন কয়েকটি দেশের তালিকা প্রকাশ করেছিল রাশিয়া।
এবার এ দেশগুলোতে গ্যাস বিক্রির ক্ষেত্রে নতুন শর্ত দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বুধবার উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমন শর্ত আরোপের কথা জানান রুশ প্রেসিডেন্ট।
শর্তটি হলো, বন্ধু নয় এমন দেশগুলোকে রাশিয়া থেকে গ্যাস কিনতে হলে সেই অর্থ পরিশোধ করতে হবে রাশিয়ার নিজস্ব মূদ্রা রুবলে।
আগে ইউরো বা ডলারে রাশিয়ার গ্যাস ক্রয়-বিক্রয় চলত।
গ্যাস বিক্রির ব্যাপারে পুতিন বলেন, আগে যেসব চুক্তি হয়েছে সে সব চুক্তি অনুযায়ী, দাম অনুযায়ী রাশিয়া অবশ্যই গ্যাস সরবরাহ করবে। তবে যে জিনিসটি পরিবর্তন হবে সেটি হলো মূদ্রা। রাশিয়ার গ্যাস কিনতে হবে রাশিয়ান রুবলে।
পুতিন আরও জানিয়েছেন, রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও রাষ্ট্রয়াত্ত গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রোমকে এক সপ্তাহের সময় দেওয়া হবে। এ সময়ের মধ্যে কিভাবে কি করা হবে তা নির্ধারণ করতে হবে।
এদিকে রাশিয়ার বন্ধু নয়, এমন দেশের তালিকায় রয়েছে আলবেনিয়া, অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো, আইসল্যান্ড, কানাডা, লিশটেনস্টাইন, মাইক্রোনেশিয়া, মনাকো, নিউজিল্যান্ড, নরওয়ে
এছাড়া এ তালিকায় আরও রয়েছে দক্ষিণ কোরিয়া, সান মারিনো, উত্তর মেসিডোনিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ইউক্রেন, মন্টেনেগ্রো, সুইজারল্যান্ড ও জাপান।
ইউরোপের অনেক দেশ রাশিয়ার গ্যাসের ওপর নির্ভরশীল। ইতিমধ্যেই বেশ কয়েকটি দেশ জানিয়েছে তারা রাশিয়ার গ্যাস বা জ্বালানির ওপর কোনো নিষেধাজ্ঞা দিতে পারবে না।