ইউক্রেনে চলমান অভিযানের মধ্যেই সব নাগরিকদের রাশিয়া ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য। বার্তা সংস্থা রয়টার্স শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ব্রিটিশ সরকার রাশিয়ার অবস্থানরত নাগরিকদের জানিয়েছে, যদি রাশিয়ার আপনাদের জরুরি প্রয়োজন না থাকে, তাহলে বাণিজ্যিক চলাচল চালু থাকতেই দেশটি ছাড়ার জোর সুপারিশ করা হচ্ছে।
অর্থনৈতিক অস্থিরতা এবং বিমান চলাচল স্বাভাবিক না থাকার কারণে গত সোমবার ব্রিটিশ নাগরিকদের রাশিয়া ভ্রমণ না করার জন্য সুরাপিশ করে দেশটির সরকার।
এদিকে, ইউক্রেনে অভিযান শুরুর দ্বাদশতম দিনে বেসামরিক জনগণকে সরিয়ে নিতে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। ইউক্রেনের মারিউপোল এবং ভলনোভাখা এলাকা থেকে বেসামরিক জনগণকে সরিয়ে নিতে স্থানীয় সময় শনিবার সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
তবে মারিওপোলের মেয়র অভিযোগ করেছেন, যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও রুশ সেনারা গোলাবর্ষণ অব্যাহত রেখেছে।