বিনয় কর্মকারের আরো কিছু কবিতা

0

দ্বি-কোণমিতি –

~~~~

হাসপাতাল পাড়া জুড়ে, গল্পগুলোই এমন;

দ্বৈতসত্তা খেলা করে, ডাক্তার-রোগীর পেট ও পকেট। 

ওদিকে ঝিলিক চোখে চেয়ে থাকে ফার্মেসি। 

আর;

মৃত্যুশোক পাশকাটিয়ে হেসে ওঠে কফিন সজ্জিত প্রতিটি দোকান।

বানিশান্তার মেয়েটা কেমন অবলীলায় বলে গেল,শরীর খারাপের দিনগুলোতেই  আমরা ভালো থাকি!আর-তোমরা; শরীর ভালো থাকার দিনে। 

****

মধ্যবিত্ত

~~~

মেঘের আড়ালে সময় গড়ায়,

বেড়েছে বয়স—এখনও নিজের কান্না পেলে,

হাতে তুলে নিই হাওয়াই মিঠাই।

এ-ফাঁকির মানে কি জানেন?

মিথ্যা প্রতিশ্রুতি জেনেও

পুজোয় নতুন জামা; ভাবতেই ভালো লাগে।

****

শার্ট

~~~

অতিশ্রেণি বাদ দিলে,

শার্ট মানে— গায়ের ওপর একটা আলগা কাপড়ের আস্তরণ;

চেনা ঘামের ঘ্রাণ,

টুকরো কাপড়ের সম্মিলিত কারুকাজ —–

যার পকেটে লুকিয়ে থাকে একেকটা সংসারি গল্প।

আর হাত থেকে পকেট-তো কারো কাছে, মহাকাশ সমান দূরত্ব!

বোতাম আর বোতামঘর?

সে-তো, পোস্টমর্টেম শেষে জুড়ে দেয়া একেকটা দরকারি সেলাই।

আমরা ঘাড় পাল্টাতে পারি-না বলেই;

দুরারোগ্য ক্ষত নিয়ে দীর্ঘকাল বেঁচে থাকে কোনো-কোনো কলার।

****

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে