ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেছেন।
মঙ্গলবার খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের প্রেসিডেন্ট এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন। খবর আনাদোলুর।
ভিডিও বার্তায় জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেন, রাশিয়ার অপরাধের বিরুদ্ধে যেন দ্রুত প্রতিক্রিয়া দেখানো হয়। তিনি দাবি করেন, ইউক্রেনে হামলার ‘সম্পূর্ণ দায়’ রাশিয়া।
মঙ্গলবার সকালে খারকিভের কেন্দ্রস্থলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
জেলেনস্কি বলেন, আজ সব শহরের জন গুরুত্বপূর্ণ হলো, শত্রুদের ঠেকাতে ইউক্রেনকে সম্ভাব্য সব কিছু করতে হবে। এটি সেনাবাহিনী ও সব শহরের বেসামরিক কর্তৃপক্ষের দায়িত্ব।
গত বৃহস্পতিবার ইউক্রেনের দোনবাস অঞ্চলে ‘সামরিক অভিযানের’ ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে দেশজুড়ে ভয়াবহ সংঘাত চলছে।
ষষ্ঠ দিনে গড়ানো ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রথম পাঁচ দিনে ৫৭১০ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।