ভারতের লোকসভার সদস্যদের নিয়ে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের একটি বক্তব্য ঘিরে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশটিতে তোলপাড় চলছে।
সিঙ্গাপুরের পার্লামেন্টে গত বুধবার বিরোধী দলের একজন সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের বিষয়ে বিতর্কের সময় লি সিয়েন বলেন, ‘সে দেশের লোকসভার আইনপ্রণেতাদের অর্ধেকের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে।’রয়টার্স জানায়, বৃহস্পতিবার এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে ভারত। এ বিষয়ে ব্যাখ্যা দিতে ভারতে নিযুক্ত সিঙ্গাপুরের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে ভারতের এক কর্মকর্তা বলেন, ‘সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর মন্তব্য অযাচিত ছিল। আমরা বিষয়টি সিঙ্গাপুরের কাছে তুলে ধরেছি।’
সিঙ্গাপুরের পররাষ্ট্র দপ্তর থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।
তবে লি সিয়েন খুব একটা বাড়িয়ে বলেননি। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজয়ী ৫৩৯ জন এমপির মধ্যে ২৩৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে বলে তারা নিজেরাই হলফনামায় স্বীকার করেছেন।