২৪ ঘণ্টায় মৃত্যু ও শনাক্ত কমেছে

0

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৯২৯ জন। এর আগে গতকাল (মঙ্গলবার) ৩৪ জনের মৃত্যু এবং ৪ হাজার ৭৪৬ জন আক্রান্ত হয়েছিলেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৮৭৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩২ হাজার ২০৭টি নমুনা। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৯২৯ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের।দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ২৩ হাজার ৩১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৮৮৭ জনের।

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ লাখ ১৬ হাজার ৬৬ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ২০ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৮ শতাংশ।গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০ জন পুরুষ এবং ৫ জন নারী। এরমধ্যে ঢাকা বিভাগের ৫ জন, চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে