৯ সন্তানের জন্ম দেয় ধর্ষণের শিকার শিক্ষার্থীরা

0

আবাসিক স্কুলে ১৩ শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ইন্দোনেশিয়ার একটি আদালত। ৩৬ বছর বয়সী ওই শিক্ষকের নাম হেরি উইরাওয়ান। তিনি ইসলামিক আবাসিক স্কুলটির মালিক।

বানডং জেলা আদালতের বিচারকদের একটি বেঞ্চ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চাঞ্চল্যকর এ মামলার রায় দেন। প্রসিকিউটরা অভিযুক্ত ওই শিক্ষককে রাসায়নিক প্রক্রিয়ায় নপুংসক করে দেওয়া এবং মৃত্যুদণ্ডের দাবি জানান। তবে আদালত তা প্রত্যাখ্যান করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও বলা হয়েছে রায়ে।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ২০১৬ সাল থেকে ধর্ম শিক্ষক হেরি উইরাওয়ানের ধর্ষণের শিকার হতে থাকে শিক্ষার্থীরা। তবে গতবছর ওই শিক্ষকের এসব নির্যাতনের ঘটনা প্রকাশ পায়। এ ঘটনায় ৮ শিক্ষার্থী গর্ভবতী হয়ে পড়ে। তারা ৯ সন্তানের জন্ম দেয়।

জানা গেছে, নির্যাতনের শিকার শিক্ষার্থীদের বয়স ১১ থেকে ১৬ বছর। তারা দরিদ্র পরিবারের এবং শিক্ষাবৃত্তি নিয়ে স্কুলে পড়তে গিয়েছিল। এর মধ্যে গত বছরের মে মাসে ধর্ষণের শিকার এক শিক্ষার্থীর বাবা-মা দেখতে পান তাদের সন্তান গর্ভবতী হয়ে পড়েছে। পরে আদালত জানতে পারেন যে হেরি উইরাওয়ান ২০১৬ সাল থেকে শিক্ষার্থীদের যৌন নিপীড়ন করে আসছে।

প্রসঙ্গত, ইন্দোনেশিয়ায় ২৫ হাজারের বেশি ইসলামিক বোর্ডিং স্কুল রয়েছে। গতবছর দক্ষিণ সুমাত্রার বোর্ডিং স্কুলের দুই শিক্ষককে একই অভিযোগে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ২৬ ছাত্রকে নির্যাতন করার অভিযোগ ছিল। এর আগের বছর পূর্ব জাভায় ১৫ নারী শিক্ষার্থীকে যৌন নির্যাতনের দায়ে বোর্ডিং স্কুলের এক শিক্ষকের ১৫ বছরের কারাদণ্ড হয়।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে