শুক্রবার রাতে আরব আমিরাতের একটি হোটেলে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই শাখা আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের ঘোষণা দিলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘দু’দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে যে ঘাটতি রয়েছে তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে।’
৫ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন। সরকারি বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিদের আয়োজনেও। শুক্রবার রাতে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই-এর এক অনুষ্ঠানে যোগ দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বের ইতিহাস তুলে ধরেন।
এ সময় উঠে আসে র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গও। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশ সরকার নানাভাবে কাজ করে যাচ্ছে।’
আরব আমিরাত রুটে বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট মাহতাবুর রহমান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, সাবেক রাষ্ট্রদূত সাঈদ মোহাম্মদ আল মুত্তাসিরসহ আরও অনেকে।