এবার রাজধানীর গাবতলীতে ময়লাবাহী গাড়ির চাকায় রুস্তম আলী (৩২) নামে এক যুবকের পা পিষ্ট হয়েছে। মঙ্গলবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, তার ডান পা একেবারেই থেতলে গেছে। অবস্থাও আশঙ্কাজনক।
রুস্তম আলী গাবতলীতেই একটি ওয়ার্কশপে ঝালাই মিস্ত্রির কাজ করেন। রাজশাহীতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য রাস্তা পার হতে গেলে সিটি কর্পোরেশনের ময়লাবাহী গাড়ি তার পায়ের উপর চাকা তুলে দেয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গাবতলী পুলিশ ফাঁড়ি সংলগ্ন বাসন্তী বাসস্ট্যান্ডের সামনে রাস্তা পার হচ্ছিলেন রুস্তম। ওই সময়ে সিটি কর্পোরেশনের ময়লাবাহী একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। তিনি ছিটকে পড়লে গাড়ির চাকা তার উপর দিয়ে তুলে দেওয়া হয়। এরপর সেই গাড়িটি পালিয়ে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীর বরাতে দারুস সালাম থানার উপপরিদর্শক রহমত উল্লাহ জানান, তিনি টহল ডিউটিতে ছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভোর সাড়ে ৫টার দিকে ওই যুবককে রাস্তায় পড়ে থাকতে দেখেন। তখন আশপাশের লোকজন তাকে উদ্ধার না করে মোবাইল ফোনে ছবি তুলছিলেন। ময়লাবাহী একটি গাড়ি ওই যুবককে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ওই গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। আহত রুস্তমের ডান পা একেবারেই থেতলে গেছে বলে চিকিৎসকরা তাকে জানিয়েছেন।
এর আগে গত ২৩ জানুয়ারি মহাখালীর ফ্লাইওভারের মুখে রাস্তা পরিষ্কার করার সময়ে ময়লার একটি গাড়িচাপায় প্রাণ হারিয়েছিলেন পরিচ্ছন্নতাকর্মী শিখা রানী। এর একমাস আগে গত বছরের ডিসেম্বর টিকাটুলিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসএসসি) ময়লার গাড়ির ধাক্কায় স্বপন কুমার সরকার নামের এক ব্যক্তির মৃত্যু হয়।
এ ছাড়া গত ২৪ নভেম্বর গুলিস্তানে ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ হারায় নটর ডেম কলেজের এক ছাত্র। এ নিয়ে তুমুল আন্দোলনের মধ্যেই পরের দিন পান্থপথে ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান গণমাধ্যম কর্মী আহসান কবীর। তবে এসব ঘটনায় দায়ের হওয়া মামলায় এখনও চার্জশিট দিতে পারেনি পুলিশ।