বেসরকারি টেলিভিশনের উপস্থাপিকা সোনিয়া রিফাতের একটি পোষা কুকুরকে গাড়িচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। জানা গেছে, একই ভবনের বাসিন্দার একটি গাড়ি শরীরের ওপর দিয়ে চালিয়ে দেওয়ায় কুকুরটি মারাত্মকভাবে আহত হয়। ওই দিনই একজন পশু চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা দেওয়া হলেও কুকুরটি আর বাঁচেনি।
সোনিয়া রিফাত দাবি করছেন, কুকুরটিকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে রাজধানীর তিন থানায় ঘুরেও অভিযোগ দিতে পারেননি বলে জানান তিনি। সোনিয়া রিফাত বলেন, ‘আমার কুকুরটি গ্যারেজে ছিল। চালক ইচ্ছা করেই কুকুরটির ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে হত্যা করেছেন। যিনি গাড়ির মালিক তিনি পরে আমার কুকুর পোষা নিয়েই কথা বলছেন, আমার ধারণা তিনি নির্দেশ দিয়ে থাকতে পারেন। ‘
জানা গেছে, চালকের নাম রিপন, তিনি ওই ভবনের গৌতম বসুর গাড়িচালক হিসেবে নিযুক্ত।
সোনিয়া আরো বলেন, ‘আমার বাসা শেওড়াপাড়া শামীম সরণি। কুকুর হত্যার বিষয়ে প্রথমে কাফরুল থানায় যাই, তারা জানায়, আমার বাসাটি তাঁদের থানার অন্তর্গত নয়। এরপর মিরপুর থানায় যাই, তারাও একই কথা জানায়। পরে শেরেবাংলানগর থানায় অভিযোগ নেওয়া হলেও তদন্তে এসে জানায়, এটা শেরেবাংলানগর থানার অধীনেও নয়। সোমবার কুকুরটি মারা গেছে, বৃহস্পতিবার পর্যন্ত দৌড়াদৌড়ি করে আমি আইনি ব্যবস্থা নিতে পারিনি। তাই আমি আদালতে মামলা করার সিদ্ধান্ত নিয়েছি। ‘
এ বিষয়ে বক্তব্য জানার জন্য চালক রিপনের ফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ধরেননি।