ঝোপে পরিত্যক্ত সদ্যজাত শিশুকন্যা, রাতভর পাহারা দিল কুকুর!

0

জন্মের পর পরম মমতায় মায়ের বুকে থাকার কথা ছিল শিশুটির। কিন্তু শিশুকন্যা হওয়ায় রাতে তাকে হয়তো ফেলে দিয়েছিল কেউ। সেই পরিত্যক্ত শিশুটিকেই ‘পরম স্নেহে’ রাতভর আগলে রেখেছে আরেক মা। তবে এই মা কোনো মানুষ নয়, একটি কুকুর।

বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তীসগঢ়ের মুঙ্গেলী জেলার সরিসতাল গ্রামে।

স্থায়ীয় সূত্রে জানা গেছে, সকালে মাঠের ধারে ঝোপের মধ্যে থেকে শিশুর কান্নার আওয়াজ পেয়েছিলেন গ্রামবাসী। সেই আওয়াজ অনুসরণ করে ঝোপের কাছে পৌঁছতেই চমকে ওঠেন তারা। কোনো কাপড় ছাড়া শিশুকে ফেলে রাখা হয়েছে মাটিতে। তখনও নাড়ি জুড়ে ছিল সদ্যজাতের দেহে। তবে গ্রামবাসীরা আরও বিস্মিত হন সদ্যজাত নবজাতকের পাশে একটি কুকুরকে ঠাঁয় বসে থাকতে দেখে। তাদের ধারণা, সারারাত জেগে মায়ের ভূমিকায় শিশুটিকে পাহারা দিয়েছে কুকুরটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঝোপের মধ্যেই একটি কুকুরের বাচ্চা হয়েছিল। সেই বাচ্চাগুলির পাশেই শোয়ানো ছিল শিশুটি। আর তার পাশেই অতন্দ্র প্রহরীর মতো বসে ছিল ‘কুকুর মা’। নিজের সন্তানদের যে ভাবে সে আগলে রেখেছে ঠিক সে ভাবেই মানবশিশুকে আগলে রেখেছিল কুকুরটি। আরও আশ্চর্যের বিষয় হলো ,শিশুটির দেহে একটি আঁচড় পর্যন্ত লাগতে দেয়নি সে।
 
পরে গ্রামবাসী পঞ্চায়েত ও পুলিশে খবর দিলে তারা এসে নবজাতককে উদ্ধার করে।

সরিসতাল গ্রাম পঞ্চায়েতের এক সদস্য জানান, তখন সকাল ১১টা। হঠাৎই মাঠের ধারে এক শিশুর কান্নার আওয়াজ পেয়ে সেখানে যান। সেখানে গিয়ে সদ্যজাত শিশুকন্যাটিকে কুকুরের পাশে শুয়ে থাকতে দেখেন তারা। মা কুকুর এবং তার বাচ্চাও ছিল সেখানে। তিনি আরও জানান, রাতভর শিশুটিকে আগলে রেখেছিল কুকুরটি। পরে তারা পুলিশ এবং স্বাস্থ্য দফতরকে খবর দেন। পরে তারা গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়।

সূত্র: আনন্দবাজার, ইন্ডিয়ান এক্সপ্রেস

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে