যৌতুক না পেয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

0

সাতক্ষীরায় স্ত্রীকে পিটিয়ে হত্যার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ রবিবার দুপুরে সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জি আজম এ রায় ঘোষণা করেন। এ সময় অন্য পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। মৃত্যুদণ্ড পাওয়া কার্তিক কুমার ঘোষ (৪০) তালা উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের তেজেন্দ্র নাথ ঘোষের ছেলে।

আদালতের নথি সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৩ মে রাজেন্দ্রপুর গ্রামে যৌতুক না পেয়ে কার্তিক ঘোষ তাঁর স্ত্রী শিপ্রা ঘোষকে পিটিয়ে হত্যা করেন। এ ঘটনায় শিপ্রা ঘোষের মা নমিতা রানী ঘোষ পাটকেলঘাটা থানায় একটি হত্যা মামলা করেন। ২০১০ সালের ১৩ অক্টোবর কার্তিক ঘোষসহ ছয়জনের নামে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

আসামি কার্তিক ঘোষের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেন বিচারক। এ সময় অন্য পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়।

সরকারপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি জহুরুল হায়দর। অপর দিকে আসামিপক্ষে ছিলেন আইনজীবী এস এম হায়দর ও আবদুল বারী।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে