মা হতে যাচ্ছেন ভারতী সিং

0

এবার তবে সত্যিই মা হতে যাচ্ছেন কৌতুক অভিনেত্রী ভারতী সিং। আগামী বছর হর্ষ লিম্বাচিয়া ও ভারতীর সংসারে যুক্ত হচ্ছে নতুন সদস্য। হিন্দুস্তান টাইমসকে এ খবর নিশ্চিত করেছে একটি সূত্র। এর আগেও ভারতীর মা হওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু এবারের ঘটনা আর গুঞ্জন নয়। বিজ্ঞাপন

জানা গেছে, এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন ভারতী, বন্ধ রেখেছেন সব কাজ। খুব বেশি বাইরেও বের হচ্ছেন না তিনি। তবে কিছুদিনের মধ্যে কাজে ফিরছেন। চলতি সপ্তাহের শেষে কপিল শর্মার শোর শুটিং সেটে হাজির হওয়ার কথা ছিল ভারতীর, তবে হঠাৎ করে সেখানে যাওয়া বন্ধ রেখেছেন তিনি। কয়েক সপ্তাহ বিশ্রামের পর হয়তো আবারও তিনি অনুষ্ঠানে ফিরবেন।

অন্তঃসত্ত্বা হওয়ার খবরের সত্যতা যাচাই করতে যোগাযোগ করা হলে কিছুই স্বীকার করেননি ভারতী। তবে বিষয়টি গুজব বলে উড়িয়েও দেননি। ভারতী বলেন, ‘আমি এই মুহূর্তে এসব বিষয়ে কিছু বলতে চাই না। যখন সময় হবে, তখন নিশ্চয়ই বলব। এসব খবর তো আর গোপন রাখা যায় না। যখন সময় হবে আমি নিজেই জানাব।’

গত কয়েক মাস ধরে শোনা যাচ্ছিল ভারতীর মা হওয়ার গুঞ্জন। কারণ, এরই মধ্যে ওজন কমিয়েছেন এই অভিনেত্রী। পর্দায় যে রূপে তাঁকে দেখা যেত, তার ঠিক উল্টো অবয়বে তাঁকে আবিষ্কার করে চমকে গেছেন ভক্তরা। ২০২০ সালেই সন্তান নেওয়ার কথা ভাবলেও করোনার কারণে সেই পরিকল্পনা বাতিল করতে হয় তাঁদের। এর আগেও যখন মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল, তখন কৌতুকের স্বরে এক সাক্ষাৎকারে ভারতী বলেছিলেন, ‘মা হওয়ার ব্যাপারে আমি খুবই সিরিয়াস। কিন্তু হর্ষ যদি প্রতিদিন রাত একটায় বাড়ি ফেরে, তাহলে আমাদের সন্তান হবে কীভাবে?’

২০১৭ সালে লেখক হর্ষ লিম্বাচিয়াকে বিয়ে করেন ভারতী। সদ্য চতুর্থ বিবাহবার্ষিকী উদ্‌যাপন করলেন তাঁরা। টেলিভিশনে নাচের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘নাচ বালিয়ে ৮’-এ জুটি বেঁধেছিলেন ভারতী ও হর্ষ। নিজেদের নাচ আর রসায়ন দিয়ে তাঁরা বিচারকদের মনে জায়গা করে নেন। যদিও প্রতিযোগিতার শেষ পর্যন্ত যেতে পারেননি তাঁরা। বয়সে হর্ষ ভারতীর থেকে পাঁচ বছরের ছোট হলেও তাঁদের মধ্যে বোঝাপড়া খুব ভালো। এখন ভারতী সিং ব্যস্ত ‘কপিল শর্মা শো’ নিয়ে।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে