নিজস্ব প্রতিনিধি: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের নিয়মিত তদারকির অংশ হিসেবে ৮ ডিসেম্বর (বুধবার) লাউখোলা বাজারে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়।উক্ত অভিযানে খাদ্যে ভেজাল, ওজনে কম দেয়া, অতিরিক্ত মূল্যে পন্য বিক্রি ও মেয়াদ উর্ত্তীন্ন পন্য বিক্রয়ের বিষয়গুলোকে বিশেষ ভাবে নজরদারি করা হয়।
এসময় ভোক্তা অধিকার আইন-২০০৯ লঙ্ঘন করার অপরাধে সতর্কতামূলক ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ শরীয়তপুর জেলা ম্যাজিস্ট্রেট সুজন কাজী।
অভিযান সম্পর্কে ভোক্তা অধিকারের জেলা ম্যাজিস্ট্রেট সুজন কাজী বলেন, নিয়মিত বাজার মনিটরিং অভিযানের অংশ হিসেবে আজকের এই অভিযান। এই অভিযান শরীয়তপুর জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত চলমান থাকবে।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট সুজন কাজী, জাজিরা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফাতেমা আক্তার লাইলি ও শরীয়তপুর জেলা পুলিশের একটি টিম।
নুর আলম/নবাবগঞ্জ নিউজ