কেরনীগঞ্জের এম এ এন্টারপ্রাইজ এর প্রোপাইটর মোহাম্মদ আলী নামের এক প্রতারকের সন্ধান

0
ছবিঃ প্রতারক মোহাম্মদ আলী.
ছবিঃ প্রতারক মোহাম্মদ আলী.

নিজস্ব প্রতিনিধিঃ মাদক ব্যবসা,ফলের ব্যবসা, শুটকির ব্যবসা,গাড়ি ব্যবসার নামে ইয়াবা সম্রাট। গাজিপুরের বাসন থানায় গাড়ি আটক, বাসা ভাড়া না দিয়ে কক্সবাজার থেকে উধাও, কক্সবাজার মডেল থানায় অভিযোগ। ঢাকা জেলার কেরনীগঞ্জ মডেল থানা এলাকার উত্তর বাহেরচর, তারানগরের হাজী আরজ আলি মার্কেটের মালিক আরজ আলির মেয়ের জামাতা ও একই এলাকার মৃত নুরুল হক ও মনোয়ারা বেগমের পুত্র মেসার্স এম এ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ আলী গাড়ি্র ব্যবসার নামে ইয়াবা ব্যবসা করে চমক সৃষ্টির মাধ্যমে নতুন মাদক সম্রাটের পরিচিতি লাভ করেছে।

মোহাম্মদ আলীর মালিকানায় থাকা ঢাকা মেট্রো ট-২৪-৩১১৫ নং কাবার্ড ভ্যান গাড়ীটি কয়েক মাস যাবৎ গাজিপুরের বাসন থানায় আটক রয়েছে। আমাদের প্রতিনিধির তথ্য অনুসন্ধানের সংবাদ শুনে মোহাম্মদ আলী তড়িগড়ি করে গাড়িটি থানা থেকে বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। তারপরেও বড় গলায় কথা বলে। এছাড়া আমের ব্যবসা , সিমাইয়ের ব্যবসা , শুটকির ব্যবসা সাথে জড়িয়ে সমালোচিত হয়েছে ।

শুধু তাই নয় কক্সবাজারের কবির আহমেদের পুত্র রফিক উল্লার বাড়ি ভাড়া নিয়ে কয়েক মাস থাকার পর ভাড়ার টাকা না দিয়েই পালিয়ে যায়। এক পর্যায়ে রফিক উল্লাহ বাদি হয়ে কক্সবাজার মডেল থানায় অভিযোগ দিয়ে থানা পুলিশের মাধ্যমে বাসা খালি করে অন্যত্র ভারা দেয়। রফিক উল্লাহ তার অভিযোগ পত্রে উল্লেখ করেন সর্বমোট ৫১ হাজার টাকা মোহাম্মদ আলীর কাছে পাওনা। প্রতারনার দায়ে মোহাম্মদ আলীর জায়গা-জমি প্রতারিত হয়ে এক লোক সুকৌশলে দলিল করে নিয়েছে।

মর্মে এমন ঘটনাও ঘটেছে বলে এলাকাবাসী জানায়। এলাকাবাসীর আরো জানায়, মোহাম্মদ আলীর শ্বশুর ও শ্বশুরের এক বোয়াই মোহাম্মদ আলীর অপকর্মের অংশীদার হওয়ায় কেও কোনোরূপ সুবিধা করতে পারছে না। এ ব্যাপারে আগামী সংবাদ পাঠকদের উদ্দেশে আরও বিস্তারিত তুলে ধরা হবে।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে