এই বছর ‘এ সিরিজ’ মডেলের টেলিভিশন নিয়ে বাজারে প্রবেশ করে আইটেল। এরই ধারাবাহিকতায় গত বুধবার রাজধানীর এক হোটেলে বর্ণিল অনুষ্ঠানে বাংলাদেশে প্রথম অ্যান্ড্রয়েড টিভি বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রযুক্তিপণ্য প্রতিষ্ঠান আইটেল।
নতুন টিভি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা মোশাররফ করিম, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা শ্যামল সাহা, ট্রানশান বাংলাদেশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক, আইটেল টিভির হেড অব সেলস জ্যাক পেইসহ ব্যবসায়িক অংশীদারেরা।
আইটেল জি সিরিজ অ্যান্ড্রয়েড টিভির উল্লেখযোগ্য ফিচারগুলো হলো ৪০০ নিট ব্রাইটনেস, ফ্রেমলেস ডিজাইন এবং এ+ গ্রেড প্যানেল। এর আলট্রা স্লিম বডি ব্যবহারকারীদের টিভি দেখার অনন্য অসাধারণ সিনেমাটিক ভিউয়ের অভিজ্ঞতা দেবে। এ ছাড়া এতে রয়েছে ১ জিবি র্যাম এবং ৮ জিবি স্টোরেজ সুবিধা।