শরীয়তপুরের শৌলপাড়ায় সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে প্রশাসন।

0

নুর আলম, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের সদর উপজেলার একসাথে ৯টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি ইউনিয়নে পুলিশের ভূমিকা ছিলো প্রশংসনীয়। তাদের আপ্রাণ প্রচেষ্টায় সুন্দর ও সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেয়া সম্ভব হয়েছে বলে মনে করছেন প্রার্থীরা।

শৌলপাড়া ইউনিয়নের বিভিন্ন স্থান ঘুরে বিভিন্ন প্রার্থীর সাথে কথা বলে জানা গেছে, তারা সবাই নির্বাচন ব্যবস্থা ও নির্বাচনে পুলিশের ভুমিকা নিয়ে প্রশংসায় পঞ্চমুখ রয়েছেন। তারা পুলিশ ও প্রিজাইটিং কর্মকর্তাদের আচরণে সন্তুষ্টু।

শৌলপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড এর মেম্বার প্রার্থী আব্দুর রহিম খান বলেন, নির্বাচনে পাশ ফেল থাকবেই। তবে নির্বাচন ব্যাবস্থা নিয়ে আমি সন্তুষ্ট। পুলিশ ভাইয়েরা সব প্রার্থীকে সমান অগ্রাধিকার দিয়েছে।ভোটারদের সাথে কথা বলে জানা গেছে শৌলপাড়ার নির্বাচনে পুলিশের ভুমিকা অতুলনীয় ছিলো। পাশাপাশি আনসার ও প্রিজাইটিং অফিসারদের সম্মেলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়েছে বলে জানান তারা।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে