বসুন্ধরা কনভেনশনে মঞ্চ মাতাতে আসছেন জেমস

0

আবারও গানের তালে সুরের ছন্দে মঞ্চ মাতাতে আসছে জেমসের নগর বাউল। আগামীকাল শুক্রবার বিকেল চারটা থেকে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হবে রক ব্যান্ডের জমকালো এই আয়োজন। কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত। তবে অনুষ্ঠানের জন্য দরজা খুলবে দুপুর ১২টায়।

লম্বা বিরতির পর দেশের সবচেয়ে জনপ্রিয় রকস্টার গুরু জেমস তার ব্যান্ড নগরবাউল নিয়ে ফিরছেন দর্শকদের সামনে এই কনসার্টের মাধ্যমে। নগরবাউল ছাড়াও সঙ্গে আরো থাকছে আর্টসেল, ক্রিপটিক ফেইট, ব্ল্যাক, ভাইকিং, স্যাভাজেরি, প্লাসমিক নক এবং ফিউজ।

আয়োজকরা বলছেন, এই কনসার্টটি দেশের সব রক সঙ্গীত প্রেমীদের একসঙ্গে আনার পাশাপাশি তাদেরকে উৎসাহিত করবে জীবনটাকে আবারো আনন্দের সঙ্গে উপভোগ করতে। সে জন্য কনসার্টের পাশাপাশি বিভিন্ন আয়োজন থাকছে। বাড়তি আকর্ষণ হচ্ছে এবিসি জেনারেশনের তিন ব্যান্ড আর্টসেল, ব্ল্যাক আর ক্রিপটিক ফেইটের একই স্টেজে অংশগ্রহণ।

একটি উত্তর দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে