২ নভেম্বর মানেই শাহরুখভক্তদের জন্য আলাদা উন্মাদনা। এবারের উন্মাদনা আরেকটু বেশি। তার রয়েছে নানান কারণ। যদিও আগের পরিকল্পনামাফিক জমকালোভাবে উদ্যাপন করতে পারছেন না এবারের জন্মদিন।
জন্মদিনের ঠিক আগে আগেই জেল থেকে ছাড়া পেলেন ছেলে আরিয়ান খান। দীর্ঘদিন পর আবার শুটিংয়ে ফিরেছেন কিং খান। কদিন পরই দিওয়ালি। সবকিছু মিলে এবারের জন্মদিন নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, দিনটি উদ্যাপন করতে শাহরুখের বাড়ি মান্নত সেজেছে আলোকসজ্জায়।
কিন্তু মান্নতেই কি জন্মদিন পালন করার কথা ছিল? কিংবা সেখানে কি খুব বেশি উন্মাদনা হবে? ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, মাসকয়েক আগে থেকে আলিবাগের আলিশান বাড়িতে শাহরুখের জন্মদিন উদ্যাপনের পরিকল্পনা করেছিলেন শাহরুখ–গৌরী।
কিন্তু গত এক মাসের ঘটনা সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে।আলিবাগে যেতে হলে কোলাবা থেকে নৌপথে যেতে হবে শাহরুখ-গৌরীদের। কিন্তু মান্নতের বাইরেই ওত পেতে আছেন পাপারাজ্জিরা। এ অবস্থায় কোনোভাবেই আরিয়ানকে নিয়ে আলিবাগে যাওয়ার ঝুঁকি নিতে রাজি নন শাহরুখ খান।
তাই মান্নতেই জন্মদিনটা কাটাবেন। তবে শিগগিরই কাউকে মান্নতে আসতে দিতে চাইছেন না তিনি। ছেলেকে পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য একটু সময় দিতে চান। শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে ফোনেই তাই কথা বলছেন। মেসেজের জবাবও দিয়েছেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানানো শুরু করে দিয়েছেন বলিউড তারকা ও ভক্তরা।