নিজেদের অভ্যন্তরীণ নথিপত্র ফাঁসের কেলেঙ্কারিতে ক্রমাগত চাপের মুখে থাকার পরও তৃতীয় ত্রৈমাসিকে প্রত্যাশার চেয়ে ভালো মুনাফা করেছে ফেসবুক। এই সময়ে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটি মুনাফা করেছে ৯০০ কোটি ডলার, যা গত বছরের এই সময়ে ছিল ৭৮০ কোটি। প্রতিষ্ঠানটি বলছে, শুধু মুনাফাই নয়, এই সময়ের মধ্যে তাদের ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।তবে ফেসবুক বলেছে, তাদের প্রাইভেসি আপডেটটি বছরের শেষ প্রান্তিকে তাদের ডিজিটাল ব্যবসায় প্রভাব ফেলবে। কিন্তু সময় অতিক্রমের সঙ্গে সঙ্গে সেটার সঙ্গেও মানিয়ে নিতে পারবে তারা।
সূত্র : বিবিসি